IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার





IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

বছরের কোর্স পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

আই.ডি.বি.আই. ব্যাঙ্ক, বেঙ্গালউরুর মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নিট এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগেব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে। এই কোর্স পাশ হলে আই.ডি.বি.আই. ব্যাঙ্কের 'অ্যাসিস্ট্যান্ট -ম্যানেজার গ্রেড-' পদে চাকরি পেতে পারেন। বছরের কোর্স। মোট খরচ ,৫০,০০০ টাকা প্রথম মাস মাসে ,০০০ টাকা পরের মাস ইন্টার্নশিপ পিরিয়ডে মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড সফল হলে ওই পদে চাকরি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারেন। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা নিয়েছেন, তাঁরাও আবেদনের যোগ্য।

কম্পিউটারের সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশ হতে হবে। যাঁদের কম্পিউটারের কোনো কোর্স করা নেই, তাদের স্কুল বা, কলেজে কম্পিউটার বিষয় থাকলেও যোগ্য।

 

বয়স হতে হবে ৩১--২০২৪' হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা বছর, .বি.সি. রা বছর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ),

 মনোনীত হলে এই কোর্স পড়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পেতে পারেন। তবে চাকরি পাওয়ার পর .এম.আই. মারফৎ ওই ঋণ শোধ করতে হবে।

সীট ৫০০টি (জেনাঃ ২০৩, ..এস. ৫০, .বি.সি. ১৩৫, তাজাঃ ৭৫, তাউজো ৩৭, দৃষ্টিহীন প্রতিবন্ধী অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী , বধির . অন্যান্য ১৩)

সেশন শুরু অক্টোবরে।  প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে।

পরীক্ষা হবে ১৭ মার্চ।

 পূর্ব ভারতে গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি।

লিখিত পরীক্ষায়

অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে :

() লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন-৬০ নম্বরের ৬০টি প্রশ্ন,

() টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন,

() টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাস্টিটিউড ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন,

() জেনারেল / ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার / আই.টি. ৬০ নম্বরের ৬০টি প্রশ্ন।

সময় থাকবে ১২০ মিনিট।

 প্রশ্ন হবে ইংরিজিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে .২৫ নম্বর কাটা হবে।

সফল হলে ইন্টারভিউ।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে www.idbibank.in অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ -মেল আই.ডি. থাকতে

 

Read More Job News: Click Link

রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html

নিট (ইউ জি) পরীক্ষা মে,2024

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html

অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html

অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রেলে হাজার হাজার টেকনিশিয়ান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html

সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html

কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html

IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html

গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html

হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html