দিল্লি সরকারে ৮৫৪ নার্স, ফার্মাসিস্ট, আয়া, কুক, স্পেশ্যাল এডুকেটর




দিল্লি সরকারে ৮৫৪ নার্স, ফার্মাসিস্ট, আয়া, কুক, স্পেশ্যাল এডুকেটর

নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, কুক, আয়া-সহ বিভিন্ন পদে ,৮৯৬ জনকে নেবে দিল্লি সরকার। সরকারের বিভিন্ন দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্যপদে আবেদন করতে পারবেন। তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ৮৫৪টি শূন্যপদের বিষয়ে জানানো হল। প্রার্থী বাছাই করবে দিল্লি সার- অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড।

এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর: ০৪/২০২৩।

বিভাগ অনুসারে বিন্যাস :

পোস্ট কোড ০১/২৪ : ফার্মাসিস্ট: ৯৬টি।

শিক্ষাগত যোগ্যতা : বি ফার্ম। ফার্মাসিস্ট হিসেবে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। নিয়োগের মাসের মধ্যে প্রার্থীকে দিল্লি ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে।

বয়স: ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম: ২৯,২০০-৯২,৩০০ টাকা। নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা। সঙ্গে নার্স বা নার্স-মিডওয়াইফ হিসেবে প্রার্থীর নাম দেশের যে-কোনও নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। তবে নিয়োগের সময় প্রার্থীর নাম দিল্লি ফার্মাসি কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে।

 বেতনক্রম : ৪৪,৯০০-,৪২,৪০০

পোস্ট কোড ০২ / 24 : নার্সিং অফিসার : ৭২৪টি।

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে বি এসসি বা বি এসসি নার্সিং টাকা। নিয়োগ হবে স্বাস্থ্য পরিবার শূন্যপদের বা পোস্ট বেসিক বি এসসি নার্সিং

 

পোস্ট কোড ০৩/২৪: রিসোর্স সেন্টার কো-অর্ডিনেটর: ৭টি।

 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি-সহ স্পেশ্যাল এডুকেশনে বি এড। অথবা জেনারেল এডুকেশনে বি এড-সহ স্পেশ্যাল এডুকেশনে এক বা দু'বছরের ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা। অথবা জেনারেল এডুকেশনে বি এড-সহ স্পেশ্যাল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল সার্টিফিকেট। অথবা স্পেশ্যাল এডুকেশন (মেন্টাল রিটার্ডেশন)- পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। অথবা স্পেশ্যাল এডুকেশন (মাল্টিপল ডিজেবিলিটি: ফিজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল)- পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। অথবা স্পেশ্যাল এডুকেশন (লোকোমোটর ইম্পেয়ারমেন্ট অ্যান্ড সেরিব্রাল পালসি)- পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। অথবা ভিস্যুয়াল ইম্পেয়ারমেন্টে সেকেন্ডারি লেভেল টিচার ট্রেনিং কোর্স পাশ। অথবা ভিস্যুয়াল ইম্পেয়ারমেন্টে বি বি এড। অথবা সিনিয়র ডিপ্লোমা ইন টিচিং দ্য ডেফ। সেই সঙ্গে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ায় প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে।

 

 বেতনক্রম : ৪৭, ৬০০-,৫১,100 টাকা। নিয়োগ হবে ডিরেক্টোরেট অব এডুকেশনে।

 

পোস্ট কোড ০৪/২৪: আয়া: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে আয়া হিসেবে মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

 বেতনক্রম: ১৮,০০০-৫৬,৯০০ টাকা। নিয়োগ হবে নারী শিশু কল্যাণ দপ্তরে।

 

পোস্ট কোড ০৫/২৪: কুক (পুরুষ): ৯টি।

 শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ক্যাটেরিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, কোনও সরকারি সংস্থায় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

 

 বেতনক্রম: ১৮,০০০-৫৬,৯০০ টাকা। নিয়োগ হবে নারী শিশু কল্যাণ দপ্তরে।

পোস্ট কোড ০৬/২৪: কুক (মহিলা): ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে ক্যাটেরিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, কোনও সরকারি সংস্থায় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম: ১৮,০০০-৫৬,৯০০ টাকা। নিয়োগ হবে নারী শিশু কল্যাণ দপ্তরে।

পোস্ট কোড ০৮/২৪: সেকশন অফিসার (এইচ আর): ৩টি।

 শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সেই সঙ্গে এইচ আর ডি বা পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে স্পেশ্যালাইজেশন সহ বি বি বা এম বি এ। পাশাপাশি, বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

 বয়স: ২৭ বছরের মধ্যে হতে হবে।

 বেতনক্রম: ১০,৯০০-৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে ,৪০০ টাকা। নিয়োগ হবে দিল্লি ট্রান্সকো লিমিটেডে।

সব ক্ষেত্রেই ১৩--২০২৪ তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে দু'পর্যায়ের লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় অবজেক্টিভ ডেসক্রিপ্টিভ, দু'ধরনেরই প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। ছাড়া পদ অনুসারে স্কিল টেস্ট এনডিওরেন্স টেস্ট হবে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https:// dsssbonline.nic.in অনলাইন দরখাস্ত করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। প্রার্থীর চালু - মেল আই ডি থাকতে হবে।

ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না।

 Read More Job News: Click Link

রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html

নিট (ইউ জি) পরীক্ষা মে,2024

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html

অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html

অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রেলে হাজার হাজার টেকনিশিয়ান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html

সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html

কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html

IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html

গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html

হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html