রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু

 

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু



রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় ৩৫ হাজার শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যের নারী, শিশু সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, প্রতিটি জেলার জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ।

 

 বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে ,৩৫০ টাকা

 অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ,৩০০ টাকা। যাঁরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ১০ বছর চাকরি করেছেন, তাঁদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাশ। বয়স ছিল ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। মন্ত্রী জানান, রাজ্যে মোট লাখ - ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে জন করে কর্মী সহায়িকা থাকেন। বর্তমানে ২১ হাজার ৪৯২টি কর্মী ১৩ হাজার ৯০৬টি সহায়িকার পদ খালি আছে।

 সব মিলিয়ে ৩৫,৩৯৮টি শূন্যপদ এবার পুরণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। বয়স ১৮ থেকে ৩৫ বছর। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা, ওয়ার্ডের বাসিন্দা হতে হবে।

শূন্যপদ :

কোন কেন্দ্রে 'টি শূন্যপদ আছে, তা সংশ্লিষ্ট আই.সি. ডি.এস. কেন্দ্র (সি.ডি.পি.. অফিস), পঞ্চায়েত অফিস বা, বি.ডি.. অফিসে পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি :

দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত ভাইবা টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে ১০ নম্বর। এর মধ্যে ৭৫ নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের (এম.সি.কিউ.)

 

এইসব বিষয়ে :

 () পাটিগণিত (ক্লাস এইট মানের) নম্বর,

() নিউট্রিশন, পাব্লিক হেলথ মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন - ১৫ নম্বর,

() ইংলিশ ল্যাঙ্গোয়েজ ২০ নম্বর,

() জেনারেল নলেজ -২০ নম্বর,

() প্রবন্ধ লেখা (১৫০ শব্দের মধ্যে বাংলায় প্রবন্ধ লিখতে হবে) ১৫ নম্বর।

 ইন্টারভিউয়ে থাকবে ১০ নম্বর  যিনি যে এলাকায় বসবাস করেন, সেখানকার বি.ডি.. অফিস, সি.ডি.পি.. অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে, কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শিগগিরই শুরু হবে।

 

 Read More Job News: Click Link

রামকৃষ্ণ মিশনে চারটি ব্যবসামুখী প্রশিক্ষণ

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_33.html

নিট (ইউ জি) পরীক্ষা মে,2024

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/2024.html

অ্যাডভোকেট পদে ৮৩ জনকে নেবে এলাহাবাদ হাই কোর্ট

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_12.html

অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রেলে হাজার হাজার টেকনিশিয়ান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_74.html

সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_83.html

রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_21.html

কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটরি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্সে ভরতি চলছে

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post_15.html

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://pkubcollege.blogspot.com/2024/02/blog-post.html

IDBI ব্যাঙ্কে ৫০০ অফিসার

https://pkubcollege.blogspot.com/2024/02/idbi.html

গার্ডেন রিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_79.html

হকিন্সে অ্যাকাউন্টস ট্রেনি

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_91.html

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২০

https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_3.html